রাঙ্গামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর বাস উপহার - Southeast Asia Journal

রাঙ্গামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর বাস উপহার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ৫ বছর পরও মেডিকেলের পূর্নাঙ্গ ুসেবা পাচ্ছে না রোগীরা। গড়ে উঠেনি কোন অবকাঠামো। ভাড়ায় থাকা ভবনেই রয়ে গেছে শিক্ষার্থী হোস্টেল। নেই কোন নিজস্ব বাস। নানা সংকীর্ণতার মাঝেও চলছে কোন রকমে। বিভিন্ন একাডেমিক সফরে কিংবা জেলা সদরের বাইরের কোন অনুষ্ঠানে যোগ দিতে প্রতিষ্ঠানটিতে বাস ভাড়া বাবদ গুনতে হয় অতিরিক্ত টাকা। আর এসবের উপলব্ধি থেকেই মেডিকেল কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী স্নেহাশীষ চক্রবর্তী গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি প্রেরণ করেন। চিঠিতে স্নেহাশীষ চক্রবর্তী রাঙ্গামাটি মেডিকেল কলেজের জন্য প্রধানমন্ত্রীর নিকট একটি বাস পাওয়ার আবেদন জানান। আর আবেদনে সাড়া দিয়ে সম্প্রতি রাঙ্গামাটি মেডিকেল কলেজের জন্য একটি বাস অনুমোদন দেন প্রধানমন্ত্রী

প্রদত্ত উপহারের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। আর বাসের জন্য আবেদনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী স্নেহাশীষ চক্রবর্তী বলেন, “বাস সার্ভিসের দাবীটি এই মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের দাবী। এর সাথে সোচ্চার ছিলাম আমরা বাংলাদেশ ছাত্রলীগ, রাঙ্গামাটি মেডিকেল কলেজ। যেমনটা সবসময়ই থাকি। তারই ধারাবাহিকতায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর আবেদন করি। আমাদের এই যৌক্তিক দাবী উনার দৃষ্টি গোচর হবার সাথে সাথেই উনি আমাদের মেডিকেল কলেজের জন্য একটি কলেজ বাস অনুমোদন করেন। আমরা রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগ এবং সাধারণ ছাত্রছাত্রীরা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ হয়ে আছি।”

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র একটি সংগঠনের প্রবল বিরোধিতার মুখে ২০১৪ সালের ১০ জানুয়ারি ৫১ জন শিক্ষার্থী নিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল এলাকায় করোনারি ইউনিট বহুতল ভবনের অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ।