মণিপুরে নিষিদ্ধ কেসিপি ও ইউএনএফ(পি)-এর দুই সক্রিয় সদস্য গ্রেফতার
 
                 
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেসিপি (KCP) ও ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট (প্রেসিডিয়াম) বা ইউএনএফ(পি)-এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চাঁদাবাজি, অপহরণ, অবৈধ সালিশি কার্যক্রম এবং জঙ্গি সদস্য নিয়োগের অভিযোগে তাদের আটক করা হয় বলে জানিয়েছে রাজ্য পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন থোউবল জেলার লেইরংথেল পিত্রা এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় গ্রেফতার করা হয় কেসিপি (পিডব্লিউ)-এর সক্রিয় সদস্য মুতুম দিনেশ সিংহকে (৩৮)। ইম্ফল ইস্ট জেলার ইয়াইরিপোক নুংব্রাং মাখা লেইকাই এলাকার বাসিন্দা দিনেশ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অপহরণ ও জঙ্গি সংগঠনে নতুন সদস্য নিয়োগে সক্রিয় ছিল বলে জানা গেছে। তার কাছ থেকে মোবাইল ফোন, এটিএম কার্ড, বিভিন্ন পরিচয়পত্র এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ৩০ জুন ইম্ফল ইস্ট জেলার খুরাই কংপাল থৌবানডং এলাকা থেকে ইউএনএফ(পি)-এর ১৯ বছর বয়সী সদস্য খাংগেমবাম বিশাল সিংহ ওরফে পাকপা বা ‘লাইনিংথৌ’কে আটক করা হয়। বিশনুপুর জেলার ফৌগাকচাও ইখাই বাজারের বাসিন্দা বিশাল মূলত উপত্যকা অঞ্চলে বিভিন্ন সামাজিক বিরোধ, নারী নির্যাতন ও দেনাদারদের ওপর সালিশি আদালত বসিয়ে ‘ক্যাঙ্গারু কোর্ট’-এর মাধ্যমে রায় দিতেন বলে অভিযোগ রয়েছে। তার কাছ থেকে একটি অবৈধ সাদা রঙের মহিন্দ্রা বোলেরো গাড়ি, তিনটি মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করে পুলিশ।
নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, এই গ্রেফতার দুটি অভিযানে উপত্যকা অঞ্চলে জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য এসেছে। এসব অপারেশন আইনশৃঙ্খলা রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, মণিপুর পুলিশ পৃথকভাবে রাজ্যজুড়ে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রেখেছে। গত ৩০ জুন মোট ৭২টি ট্রাফিক চালান ইস্যু করে পুলিশ, যার মাধ্যমে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ২৯ জুন রাতে বিশেষ অভিযানে ১৩টি গাড়ি থেকে অবৈধ কালো সানফিল্ম অপসারণ করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি মণিপুরে সাম্প্রদায়িক উত্তেজনার পাশাপাশি জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনী ও প্রশাসন দেশজুড়ে জিরো টলারেন্স নীতিতে অভিযান চালাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
