রাঙামাটিতে গাঁজাসহ দুই উপজাতি যুবক আটক, নাম্বারবিহীন অটোরিকশা জব্দ

রাঙামাটিতে গাঁজাসহ দুই উপজাতি যুবক আটক, নাম্বারবিহীন অটোরিকশা জব্দ

রাঙামাটিতে গাঁজাসহ দুই উপজাতি যুবক আটক, নাম্বারবিহীন অটোরিকশা জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলা শহরের হ্যাপিমোড় এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ দুই চাকমা যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বেলা আড়াইটার দিকে টেলিটক কাস্টমার কেয়ারের বিপরীত পাশে সড়ক থেকে তাদের আটক করা হয়। অভিযানে একটি নাম্বারবিহীন অটোরিকশাও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন—নানিয়ারচর উপজেলার বাসিন্দা উত্তপল চাকমা (২৫) ও রাজন চাকমা (৩০)। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) দৌস মোহাম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ওসি দৌস মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। তারা ব্যবসায়িক উদ্দেশ্যে রাঙামাটি শহর থেকে গাঁজা সংগ্রহ করে শহরের বাইরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চোরাচালান আইনে মামলা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে মাদকদ্রব্য পরিবহন ও ব্যবসা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। সীমান্তঘেঁষা এলাকা হওয়ায় পাচারকারীরা পার্বত্য অঞ্চলকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে, যা নিয়ন্ত্রণে প্রশাসনের আরও সমন্বিত তৎপরতা জরুরি হয়ে পড়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।