ভারত থেকে আসা ২০০ রোহিঙ্গাকে কুতুপালংসহ বিভিন্ন ক্যাম্পে আশ্রয়, উদ্বেগ বাড়াচ্ছে নতুন চাপ
![]()
নিউজ ডেস্ক
সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা প্রায় ২০০ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পসহ বিভিন্ন আশ্রয়শিবিরে রাখা হয়েছে। রোহিঙ্গারা মূলত ভারতীয় সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করায় তাদের আটক করে ক্যাম্পে পাঠানো হয় বলে জানিয়েছে প্রশাসন।
গত ৬ জুলাই রাতে ৭ জন রোহিঙ্গা নীলফামারীর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে কুতুপালংয়ে পাঠিয়ে দেন, যেখানে আত্মীয়স্বজনদের সহায়তায় তারা আশ্রয় পান।
রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভারতের অস্থায়ী ক্যাম্পে দীর্ঘদিন মানবেতর অবস্থায় দিন যাপন করছিলেন তারা। খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার অভাবে বাধ্য হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সরকার তাদের মানবিক বিবেচনায় অস্থায়ী আশ্রয় দিয়েছে।”
তিনি আরও বলেন, “জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’র পক্ষ থেকে ভারত থেকে আসা প্রায় ২০০ রোহিঙ্গার জন্য বাংলাদেশকে আশ্রয় দেওয়ার অনুরোধ করা হয়েছিল। আমরা সীমিত পরিসরে কিছু মানুষকে আশ্রয় দিলেও ক্রমাগত এভাবে রোহিঙ্গা প্রবেশ করলে প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল হবে এবং বাংলাদেশে বোঝা আরও বাড়বে।”
উল্লেখ্য, ২০১৭ সালের পর থেকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৩ লাখে। এদের খাদ্য, চিকিৎসা, নিরাপত্তা ও অন্যান্য সহায়তা দিতে গিয়ে সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে কঠিন চাপ মোকাবিলা করতে হচ্ছে।
বর্তমানে ভারত থেকে আগত এই রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালংসহ অন্যান্য শিবিরে অস্থায়ীভাবে রাখা হয়েছে। সেখানে স্বাস্থ্যসেবা, প্রাথমিক ত্রাণ ও নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক ও স্থানীয় মানবিক সহায়তাকারী সংস্থাগুলো।
প্রসঙ্গত, সীমান্তে রোহিঙ্গাদের এমন প্রবেশ আগামীতে বাংলাদেশ সরকারের কূটনৈতিক অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।