৪ মাসে মিয়ানমার সীমান্তে বিপুল ইয়াবা জব্দ, আটক ৩৮

৪ মাসে মিয়ানমার সীমান্তে বিপুল ইয়াবা জব্দ, আটক ৩৮

৪ মাসে মিয়ানমার সীমান্তে বিপুল ইয়াবা জব্দ, আটক ৩৮
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের মিয়ানমার সীমান্তে গত ৪ মাসে ৬ লাখ ৮৩ হাজার ৮৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ ক্যান বিয়ার ও প্রায় ৬ কেজি গাঁজাসহ সর্বমোট ৩৮ জন চোরাকারবারীকে আট করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত চার মাসে মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জসীম উদ্দিন।

বিজিবি জানায়, বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দায়িত্ব পালন ৬৪-বিজিবি। গত চারমাসে কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে ৬৪ বিজিবি পাচারের পথে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। এসময় ঘটনায় ৩৮ জন পাচারকারীকে আনা হয়েছে আইনের আওতায়। উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবংম সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে বিজিবি।

এরই ধারাবাহিকতায় ৬৪ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায়  চলতি বছর গত মার্চ মাস থেকে  অদ্যাবধি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অভিযান পরিচালনা করে ৬ লাখ ৮৩ হাজার ৮৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ ক্যান বিয়ার ও ৬.০২২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জসীম উদ্দিন বলেন, সম্প্রতি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার হচ্ছে এরকম সংবাদ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।