কক্সবাজারের উখিয়ায় বিদেশি অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়া আশ্রয় ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ চার রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।
তারা হলেন, মো. আনাস (৩০), মনসুর আহমেদ (৩২), ইয়াসের আরাফাত (৩৫) ও কেফায়েত উল্লাহ (৩৫)। তারা সবাই রোহিঙ্গা ডাকাত নবী হোসেন দলের সক্রিয় সদস্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে এপিবিএন জানায়, উদ্ধার করা অস্ত্রটি ক্যাম্প ৮ (ইস্ট) এ অবস্থিত নবী হোসেনের আস্তানায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। অস্ত্রটি ইউজেটআই এসএমজি। যা মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত হয়ে থাকে।
এপিবিএন আরও জানায়, নবী হোসেন আরকান রোহিঙ্গা আর্মির কমান্ডার হিসেবে কাজ করছেন। বর্তমানে তার দলের সদস্যদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন উপায়ে সীমান্ত সংলগ্ন এলাকায় পাঠিয়ে থাকেন। তিনি ক্যাম্পে অস্ত্র ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।