খাগড়াছড়িতে সেনা-পুলিশের যৌথ অভিযানে গুলি ও মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি সদর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে চারটি পিস্তলের বুলেট ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানাধীন জিরোমাইল এলাকায় চেকপোস্ট পরিচালনা করে এই অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতার ব্যক্তির নাম শিমুল বড়ুয়া বাপ্পি (৩৭)। তিনি মৃত দুলাল বড়ুয়ার ছেলে। তার স্থায়ী ঠিকানা শালবন, আঠার পরিবার, ৬ নম্বর ওয়ার্ড এবং বর্তমান ঠিকানা কলাবাগান (মাস্টারপাড়া), ৪ নম্বর ওয়ার্ড, খাগড়াছড়ি সদর থানা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর উপস্থিত সাক্ষীদের সামনে আসামির দেহ তল্লাশি চালানো হলে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে চারটি পিস্তলের বুলেট উদ্ধার করা হয়। প্রতিটি বুলেটের পেছনে ইংরেজিতে ‘KF 7.65’ লেখা ছিল। একই সঙ্গে পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রসঙ্গত, পার্বত্য খাগড়াছড়ি জেলায় অবৈধ অস্ত্র ও অপরাধমূলক তৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।