চীন সফরে জয়শঙ্কর: ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হলে দুই দেশেরই উপকার

চীন সফরে জয়শঙ্কর: ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হলে দুই দেশেরই উপকার

চীন সফরে জয়শঙ্কর: ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হলে দুই দেশেরই উপকার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চীন সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকলে উভয় দেশেরই উপকার হবে। সোমবার বেইজিংয়ে চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে জয়শঙ্কর চীন সফরে গেছেন। লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর এই প্রথমবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফর করলেন। ওই সংঘর্ষের পাঁচ বছর পর এবার দু’দেশ সম্পর্ক পুনর্গঠনের কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকের শুরুতেই জয়শঙ্কর বলেন, “গত বছর অক্টোবরে কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর থেকে আমাদের সম্পর্কের ধারাবাহিক উন্নতি হচ্ছে। আমি নিশ্চিত, এই সফরের আলোচনাগুলো সেই ইতিবাচক ধারাকেই এগিয়ে নিয়ে যাবে।”

দুই দেশের মধ্যে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) ঘিরে দীর্ঘমেয়াদি সামরিক উত্তেজনা প্রশমনে গত অক্টোবরে একটি সমঝোতায় পৌঁছায় ভারত ও চীন। সেই সমঝোতার দুই দিন পরই মোদি-শি বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বেশ কিছু স্থগিতপ্রাপ্ত কূটনৈতিক প্রক্রিয়া পুনরায় চালুর সিদ্ধান্ত হয়।

চলতি বছরে ভারত-চীন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি হচ্ছে উল্লেখ করে জয়শঙ্কর জানান, এমন একটি গুরুত্বপূর্ণ বছরে কৈলাশ-মানসসরোবর যাত্রা আবারও চালু হওয়ার খবরে ভারতে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। পাঁচ বছর পর এই তীর্থযাত্রার পুনরায় চালু হওয়া দুই দেশের মধ্যে বিশ্বাস গঠনের দিকেও বড় পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ভারত-চীন সীমান্তে উত্তেজনা শিথিল করে অর্থনীতি ও নিরাপত্তা বিষয়ে নতুনভাবে যৌথ সহযোগিতার উদ্যোগ নিতে আগ্রহ প্রকাশ করছে উভয় দেশ। এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।