গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিতে সহিংস হামলা, সেনাবাহিনী-বিজিবি মোতায়েন
![]()
নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে গোপালগঞ্জে সমাবেশ শেষে মাদারীপুর ফেরার পথে এনসিপির গাড়িবহর হামলার শিকার হয়। সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে সেনাবাহিনী, পুলিশ ও অতিরিক্তভাবে মোতায়েন করা হয় ৪ প্লাটুন বিজিবি সদস্য।
স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, পরিস্থিতি এখনও উত্তপ্ত এবং sporadic সংঘর্ষ চলছে। এনসিপি নেতারা বর্তমানে আশ্রয় নিয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে সংলগ্ন একটি ভবনে।
এনসিপির মুখ্য সংগঠক সারজিস সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, ‘‘খুনি হাসিনার দালালরা আমাদের ওপর আক্রমণ চালিয়েছে, পুলিশ শুধু নাটক দেখছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয় ফিরবো না।’’
দলটির সদস্য সচিব আখতার হোসেন বিবিসি বাংলাকে বলেন, “আমাদের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরণের মুখেও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে, মসজিদের মাইক ব্যবহার করে তাদের একত্রিত করা হচ্ছে।” তিনি আরও জানান, শীর্ষ নেতৃত্ব এখন পর্যন্ত আহত না হলেও মাঠপর্যায়ের কর্মীরা হামলার মুখে রয়েছেন।
এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, “গোপালগঞ্জে এসসিপি’র শান্তিপূর্ণ কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা প্রমাণ করে আওয়ামী দোসররা আবারও দেশে নৈরাজ্য ও রাজনৈতিক দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণ একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।”
তিনি আরও বলেন, “মরণকামড় দিয়ে ইন্টেরিম সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় নেমেছে তারা। এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
প্রসঙ্গত, ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।