ত্রিপুরা সীমান্তে ৬০ লাখ টাকার ওষুধ জব্দ, পাচারের চেষ্টাকালে তিনজন আটক

ত্রিপুরা সীমান্তে ৬০ লাখ টাকার ওষুধ জব্দ, পাচারের চেষ্টাকালে তিনজন আটক

ত্রিপুরা সীমান্তে ৬০ লাখ টাকার ওষুধ জব্দ, পাচারের চেষ্টাকালে তিনজন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার সিধিনগর সীমান্ত এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ওষুধের একটি বড় চালান জব্দ করেছে। পাচারের উদ্দেশ্যে বাংলাদেশ সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল এসব ওষুধ। এ ঘটনায় গাড়িচালকসহ তিনজনকে আটক করা হয়েছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে রুটিন টহলের সময় সীমান্ত এলাকায় সন্দেহজনক একটি গাড়ি আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, যা অত্যন্ত সুচারুভাবে লুকিয়ে রাখা হয়েছিল।

বিএসএফ-এর একজন কর্মকর্তা জানান, “ওই গাড়িটিকে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থামিয়ে তল্লাশি চালানো হয়। জব্দকৃত ওষুধের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। আটকরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।”

আটক চালক ও সহকারী জানান, ওষুধগুলো বিলোনিয়া এলাকার দুই ব্যক্তি গাড়িতে তুলে দেয় এবং তাদের সীমান্ত এলাকায় পৌঁছে দিতে বলা হয়। তাদের দাবি, যিনি পণ্য পৌঁছে নেওয়ার কথা বলেছিলেন, তিনি পরে আর সেখানে আসেননি।

ঘটনার পর বিএসএফ তিনজনকে আটক করে পাচার কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করেছে। উদ্ধারকৃত ওষুধের চালান কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পুরো পাচার চক্র সম্পর্কে খোঁজ নিতে তদন্ত শুরু হয়েছে।

কাস্টমস বিভাগের এক কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ওষুধগুলো বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল। পাচারকারী চক্রের মূল হোতা এবং বাংলাদেশের সম্ভাব্য ক্রেতাদের শনাক্ত করতে অন্যান্য সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।