মণিপুরের পাহাড়ি জেলাগুলোতে যৌথ অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

মণিপুরের পাহাড়ি জেলাগুলোতে যৌথ অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

মণিপুরের পাহাড়ি জেলাগুলোতে যৌথ অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের সহিংসতাপ্রবণ পাহাড়ি জেলাগুলোতে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে ১৫৫টি আগ্নেয়াস্ত্র, ১,৬৫২ রাউন্ড গুলি, বিস্ফোরক ও যুদ্ধসামগ্রী উদ্ধার করেছে যৌথ নিরাপত্তা বাহিনী। গত কয়েক দিনের পৃথক অভিযানে এসব উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মণিপুর পুলিশ, আসাম রাইফেলস, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এবং ভারতীয় সেনাবাহিনীর যৌথ দল চুরাচাঁদপুর, কাংপোকপি, ফারজল, টেংনৌপাল ও চান্ডেল জেলায় একযোগে তল্লাশি অভিযান পরিচালনা করে।

অভিযানে আটটি একে সিরিজ রাইফেল, দুটি ইনসাস রাইফেল, চারটি কার্বাইন, একটি এসএলআর, আটটি ৯ মিমি পিস্তল, চৌদ্দটি ১২ বোর শটগান, একুশটি সিঙ্গেল বোর গান, চৌদ্দটি দেশি তৈরি পিস্তলসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়া উদ্ধার করা হয়েছে ৩১টি দেশি তৈরি মর্টার (পোমপি), ৩৯টি আইইডি, ১৩টি হ্যান্ড গ্রেনেড, ১,৬০০ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ১৫টি কমিউনিকেশন সেট এবং চারটি দূরবীন।

এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, সংঘবদ্ধ ও গোয়েন্দা-নির্ভর অভিযানের ফলে এত বিপুল অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে। এ অভিযান মণিপুরে শান্তি ও আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও বলেন, “মানবজীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। সন্দেহজনক কিছু চোখে পড়লে যেন নিকটস্থ থানায় কিংবা কন্ট্রোল রুমে জানানো হয়, সে আহ্বান জানাচ্ছি।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed