রোহিঙ্গাদের ক্যাম্পভিত্তিক ভোটে ৫ নেতা নির্বাচিত

রোহিঙ্গাদের ক্যাম্পভিত্তিক ভোটে ৫ নেতা নির্বাচিত

রোহিঙ্গাদের ক্যাম্পভিত্তিক ভোটে ৫ নেতা নির্বাচিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় লাখো রোহিঙ্গা। আট বছর পেরিয়ে গেলেও প্রত্যাবাসনের কোন অগ্রগতি না হওয়ায় শরণার্থী শিবিরগুলোতে হতাশা বাড়ছে। এরমধ্যেই নিজেদের অধিকার, মর্যাদা ও প্রত্যাবাসনের দাবিতে নতুন নেতৃত্ব বেছে নিয়েছেন আশ্রিত রোহিঙ্গারা।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উখিয়ার বালুখালী ক্যাম্পের এক কমিউনিটি সেন্টারে সামাজিকভাবে প্রতিনিধিত্বশীল রোহিঙ্গাদের অংশগ্রহণে ভোটের মাধ্যমে ৫ নেতা নির্বাচিত হন। তারা হলেন—মৌলভি সৈয়দ উল্লাহ (ক্যাম্প-১৫), খিন মং (ক্যাম্প-১৩), জাহাঙ্গীর আলম (ক্যাম্প-১ ইস্ট), মোহাম্মদ শোয়াইফ (ক্যাম্প-১ ওয়েস্ট) ও সাজেদা বেগম (ক্যাম্প-১৫)।

নির্বাচন প্রক্রিয়া শুরু হয় গত ১৬ জুলাই উখিয়ার ১৪-১৬ নম্বর ক্যাম্প থেকে। এক মাসব্যাপী কার্যক্রমে ৩৩ ক্যাম্পকে ৮ জোনে ভাগ করে প্রায় ৩ হাজার ৫০০ রোহিঙ্গার মতামতের ভিত্তিতে প্রথমে ৫০০ কাউন্সিলর নির্বাচিত হন। পরে তাদের মধ্য থেকে ২৬ জনকে মনোনীত করা হয় এবং সর্বশেষ ভোটে ৫ জনকে বেছে নেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, প্রথমে মৌলভি সৈয়দ উল্লাহ ৬ মাস সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর অন্যরা পর্যায়ক্রমে দায়িত্ব নেবেন। সৈয়দ উল্লাহ পূর্বে নিহত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস–এর সদস্য ছিলেন এবং বিভিন্ন ‘গো হোম ক্যাম্পেইন’-এ সক্রিয় ছিলেন।

সৈয়দ উল্লাহ বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো অধিকার ও মর্যাদার সঙ্গে নিজেদের মাতৃভূমি আরাকানে ফেরা। আমরা ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্যে কাজ শুরু করেছি।”

রোহিঙ্গা অধিকারকর্মী খিন মং বলেন, “আমরা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যুক্ত থাকব, ক্যাম্পে শান্তি রক্ষা করব এবং শিক্ষাকে অগ্রাধিকার দেব।”

নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে ক্যাম্পবাসী ও আন্তর্জাতিক রোহিঙ্গা সংগঠনগুলো। আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কংগ্রেস এক বিবৃতিতে নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে তাদের অংশগ্রহণ প্রত্যাশা করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।