বাংলাদেশি পণ্যের আড়ালে মাদক পাচার, ‘জিম্মি নাটক’ ফাঁস করল কোস্টগার্ড

বাংলাদেশি পণ্যের আড়ালে মাদক পাচার, ‘জিম্মি নাটক’ ফাঁস করল কোস্টগার্ড

বাংলাদেশি পণ্যের আড়ালে মাদক পাচার, ‘জিম্মি নাটক’ ফাঁস করল কোস্টগার্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে অভিযান চালিয়ে নিত্যপণ্য পাচারকারী চক্রের নতুন কৌশল উন্মোচন করেছে কোস্টগার্ড। অভিযোগ করা হয়েছে, একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশ থেকে আলু, চালসহ নিত্যপণ্য মিয়ানমারে পাচার করছে, সেখানে আরাকান আর্মির কাছে সরবরাহের পর নিজেদের ‘জিম্মি’ নাটক সাজিয়ে ফেরত আসে। তবে ফেরার সময় তারা মাদক নিয়ে দেশে প্রবেশ করে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে কুতুবদিয়ার আলী আকবর ডেইল সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্টগার্ড স্টেশন কুতুবদিয়ার বিশেষ অভিযানে ৫০০ বস্তা আলু, একটি ফিশিং বোট এবং ১১ জন পাচারকারী আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পাচারকারীরা কর ফাঁকি দিয়ে বাংলাদেশি পণ্য মিয়ানমারে পাচার করছিল। আটক পণ্য ও নৌকার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা আরাকান আর্মির কাছে বাংলাদেশি নিত্যপণ্য বিক্রি করে, বিনিময়ে মাদক সংগ্রহ করে দেশে ফেরে। ফেরার পথে তারা বিভিন্ন সময় প্রচার করে যে, আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গেছে। বাস্তবে তারা মাদকসহ গোপনে দেশে প্রবেশ করে চক্রের অন্যান্য সদস্যদের হাতে পণ্য হস্তান্তর করে।

কোস্টগার্ড জানিয়েছে, শুধু এই চক্র নয়, সীমান্ত এলাকায় আরও কয়েকটি অসাধু চক্র একইভাবে অবৈধ বাণিজ্যে জড়িত। আটক আলু, বোট ও পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।