মানবিক কারণে রোহিঙ্গাদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে: রামু সেক্টর কমান্ডার
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে আহত ও অসহায়দের মানবিক বিবেচনায় বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের রামু সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার সকালে কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
কর্নেল মহিউদ্দিন বলেন, ‘সীমান্তে আহত ও অসহায় কিছু রোহিঙ্গার করুণ অবস্থা বিবেচনায় মানবিক কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে আমরা কঠোর নজরদারি বজায় রেখেছি।’
মতবিনিময় সভায় কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, আমার দেশ-এর জেলা ব্যুরো প্রধান আনছার হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেক, হাসানুর রশীদসহ অন্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।