বেঙ্গালুরুর উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত অতিক্রমের চেষ্টা, ত্রিপুরায় তিন বাংলাদেশিকে আটক
![]()
নিউজ ডেস্ক
ভারতের ত্রিপুরার ধলাই জেলার কমলপুর পুলিশ স্টেশনের অন্তর্গত লামবুচরা এলাকায় স্থানীয়রা আজ বৃহস্পতিবার তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা বাংলাদেশের নাগরিক।
স্থানীয়রা তাদের থানায় হস্তান্তর করেন। পুলিশ জানিয়েছে, আটককৃত তিনজন অবৈধভাবে ভারতের সীমান্ত অতিক্রম করে বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে ছিলেন।
কামালপুর পুলিশ স্টেশন সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সীমান্ত অতিক্রমের ক্ষেত্রে কোনো সংগঠিত চক্র জড়িত ছিল কি না তা তদন্ত করা হচ্ছে।
স্থানীয়দের মধ্যে এই ঘটনায় উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকায় সতর্কতা জোরদার করেছে এবং সীমান্ত অতিক্রম ও অবৈধ প্রবেশের বিস্তৃত প্রভাব যাচাই করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।