শর্তসাপেক্ষে অস্ত্র সমর্পণে রাজি ভারতের মাওবাদী নেতৃত্ব

শর্তসাপেক্ষে অস্ত্র সমর্পণে রাজি ভারতের মাওবাদী নেতৃত্ব

শর্তসাপেক্ষে অস্ত্র সমর্পণে রাজি ভারতের মাওবাদী নেতৃত্ব
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের ছত্তিশগড়ে সক্রিয় মাওবাদীরা অস্ত্র সমর্পণ করে সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে দাবি করা একটি চিঠি প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার রাতে সিপিআই (মাওবাদী) সংগঠনের প্যাডে লেখা ওই চিঠি জনসমক্ষে আসে। এতে এক শীর্ষ মাওবাদী নেতা বেনুগোপালের ছবি ব্যবহার করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শর্তসাপেক্ষে মাওবাদী নেতৃত্ব আলোচনায় রাজি। তবে এ বিষয়ে সরকারকে স্পষ্ট মতামত জানাতে হবে। পাশাপাশি জেলবন্দি ‘কমরেড’ এবং দেশের বিভিন্ন স্থানে থাকা দলের সদস্যদের সঙ্গে আলোচনার সুযোগ তৈরি করে দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

সূত্র মারফত চিঠিটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে (DW)-এর হাতে আসে। যদিও সংবাদমাধ্যমটি এর সত্যতা যাচাই করতে পারেনি। তবে ছত্তিশগড়ের ডেপুটি মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা স্বীকার করেছেন, এমন একটি চিঠি সরকারের কাছেও পৌঁছেছে। তিনি বলেন, “চিঠিটি সত্য হলে এটাই প্রথমবার মাওবাদীরা তাদের বিবৃতিতে কারো ছবি ব্যবহার করেছে।”

বিজয় শর্মা আরও বলেন, “গণতন্ত্রে শর্তসাপেক্ষ আলোচনার সুযোগ নেই। তবে চিঠি যাচাই সাপেক্ষে বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন স্তরে আলোচনা হবে।”

চিঠিতে কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ‘অভয়’ স্বাক্ষর করেছেন এবং যোগাযোগের জন্য ফেসবুক আইডি ও ইমেল অ্যাড্রেসও দেওয়া হয়েছে। ভিডিও কলে প্রাথমিক আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে এবং সরকারের কাছে এক মাস সময় চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মে মাসে ছত্তিশগড়ের বস্তারে আধাসামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২৮ জন মাওবাদী নিহত হয়, যার মধ্যে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বাসবরাজু। ওই অঞ্চলে মাওবাদীদের শক্ত ঘাঁটি রয়েছে বলেই মনে করা হয়।

চিঠি নিয়ে এখনো সরকার ও নিরাপত্তা সংস্থার মধ্যে আলোচনা চলছে। তবে অস্ত্র সমর্পণ করে আলোচনায় বসার মতো ঘোষণা অভূতপূর্ব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।