আফগান সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযান, নিহত ৩১ টিটিপি সদস্য
![]()
নিউজ ডেস্ক
আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর চালানো পৃথক দুটি অভিযানে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর দাবি, নিহতরা সবাই নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য। তারা ভারতের মদদপুষ্ট “আর্চ ফাইট ইন্ডিয়া” নামের একটি জঙ্গিগোষ্ঠীকেও সহায়তা করছিল বলে অভিযানে জড়িত কর্মকর্তারা দাবি করেন।
এই অভিযান আসে এমন এক সময়, যখন গত শনিবার সীমান্তবর্তী এক জেলায় টিটিপির অতর্কিত হামলায় ১২ জন পাকিস্তানি সেনা নিহত হয়। হামলার দায় স্বীকার করে টিটিপি।
সেনাবাহিনী বলেছে, “এই অঞ্চলে ভারতের মদদপুষ্ট যেকোনো জঙ্গিগোষ্ঠীকে নির্মূল করতে অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, পারমাণবিক শক্তিধর প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তান একে অপরকে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদ দেওয়ার অভিযোগ করে আসছে, যা দুদেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে।
প্রসঙ্গত, ২০২১ সালে কাবুলে আফগান তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিবাদ বেড়েছে। নিরাপত্তা কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, গত দুই মাসে টিটিপি জঙ্গিদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা বাহিনীর ওপর হামলা পরিচালনাকারী টিটিপি আফগান তালেবান থেকে আলাদা একটি গোষ্ঠী।
ইসলামাবাদ প্রতিবেশী আফগানিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে, তারা আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানোর জন্য জঙ্গিদের তাড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে, যদিও কাবুলের কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এএফপির এক পরিসংখ্যান অনুসারে, এই বছর উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় ৪৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।
ইসলামাবাদ-ভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ অনুসারে, গত বছরটি প্রায় এক দশকের মধ্যে পাকিস্তানের জন্য সবচেয়ে মারাত্মক ছিল। ওই সময়ে এক হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল, যার মধ্যে প্রায় অর্ধেকই সেনা ও পুলিশের সদস্য এবং কর্মকর্তা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।