ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ যুবক, এলাকায় উত্তেজনা
![]()
নিউজ ডেস্ক
ত্রিপুরা রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তের কৈলাশসাহারের মাগুরুলি গ্রামে গুলিবিদ্ধ হয়েছেন নুরুল ইসলাম (২৮) নামে এক যুবক। শুক্রবার সকালে এ ঘটনাকে ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উনকোটি জেলার মাগুরুলি ৩নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম সকালে হঠাৎ গুলিবিদ্ধ হন। পরিবারের অভিযোগ, সকাল ৭টার দিকে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্যরা কোনো উসকানি ছাড়াই তাদের বাড়িতে ঢুকে গুলি চালায়। এতে নুরুল ইসলামের গলায় গুলি লাগে। পরপরই তাকে উনকোটি জেলা হাসপাতালে নেওয়া হয়।
অন্তঃকর্ণ বিশেষজ্ঞ ডা. অরূপ চক্রবর্তীসহ চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে পাঠান। ডা. চক্রবর্তী বলেন, “নুরুল ইসলামকে গলার গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।” তবে পরিবার দাবি করছে, সরকারী অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হওয়ায় নুরুলের অবস্থা আরও গুরুতর হয়।
অন্যদিকে বিএসএফ সূত্রে ভিন্ন দাবি করা হয়েছে। তাদের বক্তব্য, নুরুল ইসলাম ওরফে রাজু সীমান্ত এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। শুক্রবার সকালে তিনি বিএসএফ সদস্যদের ভিডিও ধারণ ও অশোভন আচরণের মাধ্যমে উসকানি দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ।
ঘটনার পর পুরো সীমান্ত গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় এর আগেও বিএসএফের গুলিতে বাংলাদেশ ও ভারতীয় নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে, যা দুই দেশের সীমান্তে মানবাধিকার প্রশ্নকে বারবার সামনে নিয়ে আসে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।