পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সব ধরণের সমস্যা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি: গুইমারা রিজিয়ন কমান্ডার
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বিরাজমান সহিংস পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন (রানা)।
আজ মঙ্গলবার দুপুরে গুইমারা রিজিয়ন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় তিনি সাম্প্রতিক সহিংস পরিস্থিতিকে পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন।
রিজিয়ন কমান্ডার বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে পারি এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। পাহাড়ের শান্তিরক্ষায় আমরা কাজ করে যাচ্ছি এবং তা আগামীতেও অব্যাহত থাকবে। পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সব ধরণের সমস্যা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।”
মতবিনিময় সভায় গুইমারার সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল ইসমাইল শামস্ আজিজী, রিজিয়নের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে জুম্ম ছাত্র জনতার ব্যানারে অবরোধ ডাকা হয়। এ অবরোধে দফায় দফায় সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে প্রশাসন শনিবার দুপুর ২টা থেকে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।
প্রসঙ্গত, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে—ধর্ষণ ইস্যুকে পুঁজি করে পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে একটি মহল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।