সরকারি সফরে তুরস্ক গেলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

সরকারি সফরে তুরস্ক গেলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের তুরস্ক সফরে রওনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে বুধবার তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

তুরস্ক বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে তিনি ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত তুরস্ক সফর করবেন। এ সময় তিনি তুরস্ক বিমান বাহিনী প্রধান, প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

সফরকালে তিনি Turkish Aerospace Industries সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এর মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

সরকারি সফর শেষে বিমান বাহিনী প্রধান আগামী ৬ অক্টোবর দেশে প্রত্যাবর্তন করবেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা ক্রমেই জোরদার হচ্ছে, যা ভবিষ্যতে দুই দেশের সামরিক ও কৌশলগত সম্পর্ককে আরও সমৃদ্ধ করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।