ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধে সেনাবাহিনীর পদক্ষেপ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধে সেনাবাহিনীর পদক্ষেপ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধে সেনাবাহিনীর পদক্ষেপ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি করার অপরাধে ৫টি বাস জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জব্দ বাসগুলো ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।

গত শুক্রবার (৩ অক্টোবর) সেনাবাহিনীর একটি আভিযানিক দল কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী ইলিয়টগঞ্জ এলাকা থেকে বাসগুলো জব্দ করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

শনিবার (৪ অক্টোবর) সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে সাংবাদিকদের জানায়, তিসা, পাপিয়া, নিউ একতা, রুপালি সুপার ও লাব্বাইক নামক এই বাসগুলো ইলিয়টগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে পার্কিং করে দীর্ঘ সময় যানজট সৃষ্টি করে। এতে যাত্রী ও সাধারণ পথচারীরা দৈনিক দুর্ভোগের সম্মুখীন হচ্ছিলেন।

দাউদকান্দি সেনা ক্যাম্প থেকে গঠনকৃত অভিযানে বাসগুলো দাঁড়ানোর যৌক্তিক কারণ না দেখাতে পারা, গাড়ির সড়কে চলাচলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং যাত্রার উপযোগী না হওয়ায় এসব বাস জব্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেনাবাহিনী আরও জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের প্রধান রুট হওয়ায় যানজট মুক্ত রাখা অত্যন্ত জরুরি। অবৈধ পার্কিং রোধে গৌরিপুর ও ইলিয়টগঞ্জ এলাকায় অবৈধ পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করে জনগণের চলাচল সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।