আভিযানিক কার্যক্রমে গতিশীলতার লক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৩ বিজিবির নতুন বিওপি উদ্বোধন

আভিযানিক কার্যক্রমে গতিশীলতার লক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৩ বিজিবির নতুন বিওপি উদ্বোধন

আভিযানিক কার্যক্রমে গতিশীলতার লক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৩ বিজিবির নতুন বিওপি উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর কার্যক্রম আরও জোরদার করতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)–এর অধীনে ১২তম বিওপি হিসেবে ‘ছোট ফরিংগা’ বিওপি–এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (৫ অক্টোবর) সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. আহসান উল ইসলাম এবং বিজিবির অন্যান্য কর্মকর্তারা।

আভিযানিক কার্যক্রমে গতিশীলতার লক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৩ বিজিবির নতুন বিওপি উদ্বোধন

বিজিবি সূত্র জানায়, ১৭৯৫ সালে সন্ত্রাসী কার্যক্রম দমনে ৪৪৮ জন সৈনিক নিয়ে তৎকালীন রামগড় লোকাল ব্যাটালিয়ন গঠিত হয়েছিল। সেই ঐতিহাসিক উত্তরাধিকারের ধারাবাহিকতায় বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে।

চট্টগ্রাম জেলার মীরেরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ড এবং ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী প্রায় পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে নিকটবর্তী কোনো বিওপি না থাকায় দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে চ্যালেঞ্জ ছিল। নতুন “ছোট ফরিংগা” বিওপি চালু হওয়ায় ওই ঘাটতি পূরণ হবে বলে আশা করছে বিজিবি।

আভিযানিক কার্যক্রমে গতিশীলতার লক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৩ বিজিবির নতুন বিওপি উদ্বোধন

নতুন বিওপি উদ্বোধনের ফলে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, মানবপাচার দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সকল প্রকার সীমান্ত অপরাধ দমনে বিজিবি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছোট ফরিংগা বিওপি উদ্বোধনের মাধ্যমে রামগড় ব্যাটালিয়নের আভিযানিক সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। সীমান্তে অর্পিত দায়িত্ব আরও সুষ্ঠুভাবে পালন সম্ভব হবে। বিওপিটি কেবল সীমান্ত সুরক্ষা নয়, বরং স্থানীয় জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক বছরে সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে ছোট ফরিংগা বিওপিসহ মোট ১০টি নতুন বিওপি সংযোজনের ফলে বিজিবির আভিযানিক কার্যক্রমে উল্লেখযোগ্য গতিশীলতা এসেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।