মিরপুরের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬, উদ্ধারকাজে সেনাবাহিনী ও বিজিবি
![]()
নিউজ ডেস্ক
রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গোডাউনে লাগা ভয়াবহ আগুনের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রূপনগরে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। প্রথমে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, পরে আবার সাত জনের মরদেহ নতুন করে উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে।
ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, গার্মেন্টসের ভেতর থেকে ১৬ জনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার হয়েছে। পোশাক কারখানার ২য় এবং ৩য় তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। কেমিক্যাল গোডাউনের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আরও সময় লাগবে। গোডাউনে ৬-৭ ধরনের কেমিক্যাল ছিল। আগুন ধরার সাথে সাথেই তা দ্রুত ছড়িয়েছে, তাই গার্মেন্টস অংশে থাকা কর্মীরা বাইরে বের হতে পারেনি এবং ছাদেও উঠতে পারেনি। তাই তাদের মৃত্যু হয়েছে।
উদ্ধারকাজে যোগ দিলেন সেনাবাহিনী ও বিজিবি। এছাড়া ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন লাগার পর থেকেই কাজ করছেন।
এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট।
তবে বিকেল সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখার সময়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম জানান, গোডাউনে ৬/৭ রকমের কেমিক্যাল আছে। টঙ্গীর মতো কেমিক্যাল। এক্সাক্টলি কী রাসায়নিক আছে জানা নেই।
তিনি জানান, ডিফেন্সিভ কায়দায় নিউট্রালাইজ করার চেষ্টা চলছে।
যেকোনো সময় যেকোনো দুর্যোগ ঘটতে পারে, সেজন্য প্রস্তুত থাকার আহ্বান জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এদিকে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিনজন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।