দুর্ঘটনার কবলে ভারতীয় প্রেসিডেন্টের হেলিকপ্টার

দুর্ঘটনার কবলে ভারতীয় প্রেসিডেন্টের হেলিকপ্টার

দুর্ঘটনার কবলে ভারতীয় প্রেসিডেন্টের হেলিকপ্টার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কেরালার সবরিমালা মন্দির সফরকালে দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার। মঙ্গলবার (২১ অক্টোবর) কেরালার প্রমাদম এলাকায় কংক্রিটের তৈরি নতুন একটি হেলিপ্যাডে তার হেলিকপ্টার অবতরণের সময় হেলিপ্যাডের কিছু অংশ হঠাৎ দেবে যায়। তবে এতে প্রেসিডেন্টের কোনো ক্ষতি হয়নি।

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, শেষ মুহূর্তে প্রমাদমকে অবতরণের স্থান হিসেবে নির্ধারণ করা হয় ও সেখানে মঙ্গলবার গভীর রাতে তড়িঘড়ি করে হেলিপ্যাডটি নির্মাণ করা হয়েছিল। কংক্রিটের আস্তরণ পুরোপুরি শক্ত না হওয়ার ফলে হেলিকপ্টার অবতরণের সময় হেলিপ্যাডটি দেবে যায়।

প্রথমে প্রেসিডেন্টের হেলিকপ্টার অবতরণের পরিকল্পনা ছিল পাম্বার কাছে নিলাক্কালে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে সেটি পরিবর্তন করে প্রমাদমে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

চার দিনের সরকারি সফরে দ্রৌপদী মুর্মু মঙ্গলবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরমে পৌঁছান। সফরের অংশ হিসেবে তিনি সবরিমালা মন্দিরে পূজা দেবেন। বুধবার তিনি সবরিমালার ভগবান আয়াপ্পা মন্দিরে পূজা দেবেন বলে জানা গেছে।

পূজা দেওয়ার জন্য সবরিমালার এই আয়াপ্পা মন্দিরে আগত প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন দ্রৌপদী মুর্মু। এর আগে ১৯৭০-এর দশকে রাষ্ট্রপতি ভি.ভি. গিরি এই মন্দির পরিদর্শন করেছিলেন।

সবরিমালা দর্শন শেষে প্রেসিডেন্ট বুধবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরমে ফিরে আসবেন। বৃহস্পতিবার তিনি রাজভবনে ভারতের সাবেক প্রেসিডেন্ট কে.আর. নারায়ণনের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করবেন।

এরপর তিনি ভারকালার শিবগিরি মঠে শ্রী নারায়ণ গুরুর মহাসমাধির শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। একই দিন তিনি কোট্টায়াম জেলার সেন্ট থমাস কলেজের প্লাটিনাম জুবিলির সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *