অরুণাচলে যৌথবাহিনীর অভিযানে উলফা সদস্য নিহত
![]()
নিউজ ডেস্ক
ভারতের অরুণাচল প্রদেশের নামসাই জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে নিষিদ্ধ উলফা সংগঠনের এক আত্মঘোষিত ‘সার্জেন্ট মেজর’ নিহত হয়েছে।
বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র।
প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা (ডিফেন্স পিআরও) লে. কর্নেল মহেন্দ্র রাওয়াত জানান, মঙ্গলবার ও বুধবার রাতের মধ্যবর্তী সময়ে নামসাই জেলার এমএস-৬ এলাকায় উলফা (আই) সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। সকালে অভিযানস্থল তল্লাশি চালিয়ে নিহত এক সশস্ত্র সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে ইওন অক্সম নামে, যিনি উলফা (আই)-এর একজন আত্মঘোষিত সার্জেন্ট মেজর বলে জানা গেছে।
অভিযান শেষে এলাকা তল্লাশি চালিয়ে নিরাপত্তা বাহিনী একটি রাইফেল, একটি রকেট প্রপেল্ড গ্রেনেড (আরপিজি) গোলা এবং তিনটি রুকস্যাক উদ্ধার করে। এতে ধারণা করা হচ্ছে, উলফা (আই) সদস্যরা বৃহত্তর কোনো নাশকতা বা স্থানান্তরের পরিকল্পনায় ছিল।
ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলস জানিয়েছে, সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ন্ত্রণে এমন যৌথ অভিযান চলমান থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।