মিয়ানমারের নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ জাতিসংঘের

মিয়ানমারের নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ জাতিসংঘের

মিয়ানমারের নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ জাতিসংঘের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার (২৭ অক্টোবর) মিয়ানমারে আসন্ন সাধারণ নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এ সময় মানবিক সহায়তা এবং গৃহযুদ্ধবিধ্বস্ত দেশটিতে সহিংসতা বন্ধের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি।

মালয়েশিয়ায় ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন এবং সম্পর্কিত শীর্ষ সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, ‘আমি মনে করি না, কেউ বিশ্বাস করে যে এই নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হবে।’

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো, মিয়ানমারের জান্তা সরকার এই বছরের ২৮ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে।

গুতেরেস বলেন, আমি মনে করি এই মুহূর্তে আমাদের মানবিক সহায়তা বৃদ্ধি করার ওপর মনোযোগ দিতে হবে। সহিংসতা বন্ধ করতে হবে এবং একই সাথে বেসামরিক শাসনের দিকে পরিচালিত রাজনৈতিক বিবর্তনের পথ প্রশস্ত করতে হবে। এছাড়া একটি সাংবিধানিক সরকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ এই দেশটিতে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের নভেম্বরে।

অং সান সু চি-এর দল, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি তাতে জয়লাভ করে, যাদের সরকার ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে উৎখাত হয়, যার ফলে দেশটি চার বছরেরও বেশি সময় ধরে জরুরি অবস্থার মধ্যে নিমজ্জিত হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *