রাজধানীতে যৌথ অভিযান: ককটেল ও পেট্রল বোমা তৈরির সরঞ্জামসহ অপরাধী গ্রেফতার
![]()
নিউজ ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গতকাল বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ককটেল, পেট্রল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ সাজিব (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে চলমান তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনীর মোহাম্মদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ১৮টি ককটেল বোমা, ২৩টি পেট্রল বোমা, ১৪০টি কাঁচের বয়াম (পেট্রল বোমা তৈরির কাজে ব্যবহৃত), ২৫০ গ্রাম গান পাউডার, ৬ প্যাকেট স্প্লিন্টার, ৫ কেজি মার্বেল পাথরের টুকরো, ৩ কেজি ভাঙা পাথর এবং ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটক সাজিব দীর্ঘদিন ধরে এলাকায় নাশকতা পরিকল্পনা ও বিস্ফোরক তৈরির কাজে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
অভিযান শেষে সেনাবাহিনী জানায়, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়, যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে নাশকতার উপকরণ তৈরির তথ্য পাওয়া যাওয়ায় সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে নজরদারি জোরদার করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।