মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৪০টি ককটেলসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৪০টি ককটেলসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৪০টি ককটেলসহ গ্রেপ্তার ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জ শহরের বৈখর এলাকায় সেনাবাহিনীর অভিযানে ৪০টি তাজা ককটেল ও ককটেল তৈরির বিপুল পরিমান সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেলে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় গোয়েন্দা তথ্যে জানা যায়— পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অনিবার্ণ স্কুলের পাশে একটি বাসায় বিদেশি কয়েকজন ব্যক্তি ভাড়া থাকেন। পরে সেনাবাহিনীর একটি টহল দল পুলিশকে সাথে নিয়ে তাৎক্ষণিকভাবে তল্লাশি চালানো হয়।

অভিযানে তিনটি বালতি থেকে ৪০টি ককটেল, ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ৯৫টি জার, একটি মোবাইল ফোন এবং একই ব্যক্তির নামে দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়। এ সময় মুন্সীগঞ্জের মোল্লাকান্দি এলাকার চরডুমুরিয়ার বাসিন্দা মো. হাসানকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিকে এবং উদ্ধার করা বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান, প্রায় ৩০ জন বহিরাগত ব্যক্তি জেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিল বলে তথ্য আসে।

সাম্প্রতিক সময়ে মুন্সীগঞ্জের চর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনা ঘটায় সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় এর আগে ১৫টি ককটেল উদ্ধার করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *