ডলারের প্রলোভন দেখিয়ে প্রতারণা, নাইজেরিয়ান ২ নাগরিক রিমান্ডে

ডলারের প্রলোভন দেখিয়ে প্রতারণা, নাইজেরিয়ান ২ নাগরিক রিমান্ডে

ডলারের প্রলোভন দেখিয়ে প্রতারণা, নাইজেরিয়ান ২ নাগরিক রিমান্ডে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিদেশী ডলার প্রদানের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় নাইজেরিয়ান নাগরিক চীফ চার্লস ওকাফরত ওরফে সিমিডো জর্জ (৪৫) ও লুইচ ইকেন্না ইফেজুয়ের (৩৭) দু’ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

বুধবার (৫ নভেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তাদের দু’ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রোববার গাজিপুর জেলার টঙ্গি এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিদেশী নম্বর ব্যবহার করে হোয়াটস অ্যাপের মাধ্যমে বিদেশী ডলার প্রদানের প্রলোভন দেখিয়ে নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ জনগনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়।

এরই ধারাবাহিকতায় আসামিরা মামলার বাদী মহসিন গাজীকে এতিমখানা নির্মাণের জন্য ১৪ দশমিক ছয় মিলিয়ন ডলার প্রদানের আশ্বাস দেন। এই ডলার বাদীকে প্রদানের জন্য বিভিন্ন খরচ বাবদ আসামিরা প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন।

আসামিরা যে প্রতারণা চক্রের সদস্য, তা বুঝতে পেরে চলতি বছরের ২৪ এপ্রিল রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করেন মহসিন গাজী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed