দুর্গম পাহাড়ে শীতের উষ্ণতা: দীঘিনালায় বিজিবির শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান

দুর্গম পাহাড়ে শীতের উষ্ণতা: দীঘিনালায় বিজিবির শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান

দুর্গম পাহাড়ে শীতের উষ্ণতা: দীঘিনালায় বিজিবির শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জনপদের দুর্গম এলাকায় শীতের তীব্রতা লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছি সেক্টরের আওতাধীন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর উদ্যোগে দীঘিনালা উপজেলায় শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে দীঘিনালা উপজেলার বাবুছড়া ও দীঘিনালা ইউনিয়নের বাবুছড়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে শীতের কষ্টে থাকা পাহাড়ি ও বাঙ্গালি অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ।

কর্মসূচির অংশ হিসেবে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়।

বাবুছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুনের তত্ত্বাবধানে চিকিৎসক দল অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

এ উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বাবুছড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ, কার্বারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। সভায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বিজিবির এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় এমন সহায়তা শীতের কষ্ট কমানোর পাশাপাশি জনমনে স্বস্তি ফিরিয়ে আনছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লেঃ কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে নিয়মিতভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। তিনি জানান, যেকোনো দুর্যোগে বিজিবি জনগণের সহায়তায় প্রস্তুত থাকবে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীঘিনালা উপজেলার ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে বিজিবি প্রয়োজনীয় দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদে ধারাবাহিক মানবিক কার্যক্রমের মাধ্যমে বিজিবির এই উদ্যোগ স্থানীয় মানুষের আস্থা ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed