অবৈধভাবে পাচারকালে পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ সেগুন–গামারী কাঠ জব্দ

অবৈধভাবে পাচারকালে পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ সেগুন–গামারী কাঠ জব্দ

অবৈধভাবে পাচারকালে পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ সেগুন–গামারী কাঠ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির লোগাং জোনের (৩ বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন, গামারী ও কড়াই কাঠ জব্দ করা হয়েছে। বন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযানকে স্থানীয়রা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (৫ নভেম্বর) বিকেলে লোগাং জোনের একটি টহল দল নাঃ সুবেঃ মোঃ তুষার হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লতিবান ইউনিয়নের নালকাটা এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা ৩৩১.৮৭ ঘনফুট সেগুন, গামারী ও কড়াই কাঠ জব্দ করা হয়। পরে জব্দকৃত কাঠ একইদিন রাতেই পানছড়ি বন বিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ, মানবপাচার নিয়ন্ত্রণ এবং বনসম্পদ রক্ষায় বিজিবির টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা নিয়েও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু অসাধু কাঠ ব্যবসায়ী অবৈধভাবে বন উজাড় করে পাচারের চেষ্টা চালায়। বিজিবির এ ধরনের ধারাবাহিক অভিযান বন ও পরিবেশ সুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

প্রসঙ্গত, পার্বত্য এলাকার বনভূমি রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থার সচেতন ও কঠোর তৎপরতা স্থানীয় জীববৈচিত্র্য ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *