রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকির অভিযোগ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৭ জানুয়ারি) রাতে তিনি রাঙামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, শনিবার রাত আনুমানিক আটটার দিকে পহেল চাকমা রাঙামাটি শহরের স্টেডিয়াম মার্কেট এলাকায় নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুজন ব্যক্তি তাঁকে পাশের একটি রেস্তোরাঁয় ডেকে নিয়ে যান। সেখানে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেওয়া হয়। দাবি মানা না হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার করা সাধারণ ডায়েরিটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, নির্বাচনী প্রক্রিয়ায় সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠলে তা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।