রাঙামাটিতে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও রেজিস্ট্রি চালুর দাবি: শাটডাউনের হুঁশিয়ারি স্থানীয় নাগরিকদের
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটিতে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর ও বন্ধকী দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম দীর্ঘ ছয় বছর ধরে রহস্যজনকভাবে বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নাগরিকরা। আগামী ২৭ নভেম্বরের মধ্যে এই কার্যক্রম পূর্বের নিয়মে চালু না হলে শাটডাউন কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাঙামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কোনো সরকারি নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও বাজার ফাণ্ড এলাকায় ঋণ কার্যক্রম, ভূমি হস্তান্তর ও বন্ধকী দলিল রেজিস্ট্রি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। এতে স্থানীয় জনগণের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জমি বন্ধক দিয়ে ঋণ গ্রহণসহ নানা অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। বক্তারা অভিযোগ করেন, বাজার ফান্ড এলাকার অর্থনীতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
রাঙামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির বলেন, “পাহাড়ের বাজার ফান্ডভুক্ত মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় ভূমি হস্তান্তর নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বাজার ফান্ডের পূর্বের নিয়মে হস্তান্তর ও রেজিস্ট্রি চালু করা ছাড়া কোনো সমাধান নেই।” তিনি আরও জানান, দাবি মানা না হলে আগামী ৩০ নভেম্বর রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মুজিব, আব্দুল কুদ্দুছ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, কাঠ ব্যবসায়ী সমিতির নেতা লোকমান হোসেন, বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন এবং তবলছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল করিমসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘ ছয় বছর ধরে বাজার ফান্ড এলাকায় ভূমি রেজিস্ট্রি কার্যক্রম স্থগিত থাকায় সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসায়ীরা পর্যন্ত বিরূপ প্রভাবের মুখে পড়েছেন, যা তাদের দাবি অনুযায়ী স্থানীয় অর্থনীতিকে অচল করে দিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।