অসন্তোষের তোপে দলবদল ইউপিডিএফ গণতান্ত্রিকের শীর্ষ নেতার, সংগঠন বিলুপ্তি নিয়ে পাল্টাপাল্টি দাবি
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামভিত্তিক আঞ্চলিক সংগঠন জেএসএস (এমএন লারমা) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর মধ্যে দীর্ঘদিনের মিত্রতার সম্পর্ক নিয়ে তৈরি হওয়া অসন্তোষের গুঞ্জন অবশেষে প্রকাশ্যে এসেছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সূত্রে ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্তির খবর ছড়িয়ে পড়লে পাহাড়ের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়। তবে এসব তথ্যকে অসত্য দাবি করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা।
ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা জলেয়া ওরফে তরুও সংগঠন বিলুপ্তির খবর অস্বীকার করে জানান, এ ধরনের প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন। তার দাবি, তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এসব অপপ্রচার করছে।
তবে ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জেএসএস (এমএন লারমা)-এর একাধিক নির্ভরযোগ্য সূত্রের তথ্যে উঠে এসেছে ভিন্ন চিত্র।
সূত্রগুলো জানায়, আর্থিক অস্বচ্ছতা, ক্ষমতার অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার, স্বজনপ্রীতি, মাদক ব্যবসা ও চোরাচালানসহ বিভিন্ন অনিয়মকে কেন্দ্র করে গত পাঁচ থেকে ছয় মাস ধরে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর ভেতরে তীব্র অভ্যন্তরীণ অসন্তোষ চলছিল। এসব কারণে সাংগঠনিকভাবে কোণঠাসা হয়ে পড়েন কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা এবং তার নেতৃত্বের অবস্থান নিয়েও প্রশ্ন উঠতে থাকে।
একই সূত্রের দাবি, শ্যামল কান্তি চাকমার স্ত্রী ও সন্তানরা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থান করায় সেখানে যাতায়াতের সুবিধার্থে তিনি জেএসএস সন্তু গ্রুপের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। দীর্ঘদিনের মিত্র জেএসএস (এমএন লারমা)-এর রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিপক্ষ এই সন্তু গ্রুপের সঙ্গে গোপন যোগাযোগ প্রকাশ্যে আসার পর সংগঠনের ভেতরে বিরোধ আরও তীব্র হয়। এরই ধারাবাহিকতায় সুযোগ বুঝে শ্যামল কান্তি চাকমাসহ প্রায় ৩০ জন নেতাকর্মী দলবদল করেছেন বলে দাবি করা হচ্ছে।
বিশ্বস্ত একাধিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী এলাকায় এই দলবদলের ঘটনা ঘটে। এ সময় ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সশস্ত্র শাখার বেশ কয়েকজন সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ সেখানে উপস্থিত ছিলেন বলেও দাবি করা হয়েছে।
এ বিষয়ে শ্যামল কান্তি চাকমার নামীয় সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও বিভিন্ন আইডি থেকে ছড়ানো তথ্য সম্পর্কে জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব পোস্ট সম্পূর্ণ মিথ্যা এবং পরিকল্পিত প্রোপাগান্ডা। তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেননি এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি বলেই মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
অন্যদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে শ্যামল কান্তি চাকমা সংগঠনের ভেতরে কোণঠাসা হয়ে পড়েন এবং এরই প্রেক্ষিতে তিনি দল বদল করেছেন। তারা বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালনা অব্যাহত থাকবে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য সংবাদমাধ্যমে দেওয়া হবে।
এ বিষয়ে জেএসএস (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির তথ্য সেলের প্রধান জুপিটার চাকমা বলেন, ইউপিডিএফ (গণতান্ত্রিক) একটি স্বতন্ত্র সংগঠন এবং তাদের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে জেএসএস (এমএন লারমা) অবগত নয়।
তিনি আরও বলেন, ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সঙ্গে তাদের মিত্র সম্পর্ক এখনো বহাল রয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জেএসএস (এমএন লারমার) কয়েকজন নেতাকে জড়িয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সংগঠনগুলোর অভ্যন্তরীণ বিভাজন ও নেতৃত্ব সংকট অতীতেও নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলেছে বলে বিভিন্ন মহল মনে করে। বর্তমান পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে পাহাড়ে এখন নজরদারি বাড়ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।