আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে শ্রীলঙ্কায় যাচ্ছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ
![]()
নিউজ ডেস্ক
শ্রীলঙ্কায় ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে’ যোগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’। ৪ দিনব্যাপী এ নৌ-সমাবেশ যোগ দিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে চট্টগ্রাম ছেড়ে যায় নৌ যুদ্ধজাহাজটি।
জানা যায়, চট্টগ্রাম ছেড়ে যাওয়ার আগে নগরীর নেভাল জেটিতে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য যন্ত্র বাজিয়ে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানায়।
এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজের কর্মকর্তা ও নাবিকদের পরিবাররা উপস্থিত ছিলেন।
‘আন্তর্জাতিক এই ফ্লিট রিভিউ’তে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদ এবং নৌবাহিনীর জাহাজ অংশগ্রহণ করবে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যয়’ এর অধিনায়ক ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়ার নেতৃত্বে ২৯ জন কর্মকর্তাসহ মোট ১৫০ জন নৌ সদস্য আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্রপথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানবপাচার ও অবৈধ মৎস্য আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।
‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ’ শেষে জাহাজটি আগামী ৫ ডিসেম্বর চট্টগ্রাম ফিরে আসার কথা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।