রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি (মারিশ্যা জোন)।

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশে সহকারী পরিচালক (এডি) মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ১,৪৫০ প্যাকেট (১৪৫ কার্টুন) ভারতীয় তৈরি সিগারেট এবং ঢাকা মেট্রো-ন-১৫৯৩৮২ নম্বরের একটি মিনি ট্রাক জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

রাঙামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোন সীমান্ত এলাকায় অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ বাণিজ্য বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পার্বত্য এলাকায় সম্প্রতি ভারতীয় পণ্যের চোরাচালান বেড়ে যাওয়ায় বিজিবি চোরাকারবারিদের বিরুদ্ধে নজরদারি ও অভিযান আরও জোরদার করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *