মণিপুরে যৌথ অভিযানে ১৮ একর অবৈধ আফিমক্ষেত ধ্বংস
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুরে অবৈধ মাদক চাষ নির্মূল অভিযানে বড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। রাজ্যের চূড়াচাঁদপুর ও তেংনৌপাল জেলায় প্রায় ১৮ একরজুড়ে ছড়িয়ে থাকা আফিমের চাষ ধ্বংস করা হয়েছে বলে শুক্রবার (২১ নভেম্বর) নিশ্চিত করেছে পুলিশ।
চূড়াচাঁদপুর জেলার সাঙ্গাইকোট থানার আওতাধীন ডি. লাংজোল গ্রামে এ দিন সকালেই অভিযান পরিচালনা করে জেলা পুলিশ, অসম রাইফেলস, বন বিভাগ ও নারকোটিক্স অ্যান্ড অ্যাফেয়ার্স অব বর্ডার (এনএবি)-এর যৌথ দল। অভিযানের সময় প্রায় ৮ একর এলাকায় ছড়িয়ে থাকা আফিমক্ষেত উচ্ছেদ করা হয়, যা থেকে আনুমানিক ৪০ কেজি আফিম উৎপাদনের সম্ভাবনা ছিল বলে কর্মকর্তারা জানান।
এ ছাড়া একই দিন পৃথক আরেক অভিযানে তেংনৌপাল জেলা প্রশাসন ও মাচি ফরেস্ট ডিভিশনের সমন্বয়ে মাচি পাহাড়ি এলাকায় প্রায় ১০ একর বিস্তৃত অবৈধ পপি চাষ ধ্বংস করা হয়।
রাজ্য সরকার এর আগে পাহাড়ি অঞ্চলে লাগামহীন পপি চাষের ফলে মারাত্মক বন উজাড়, পরিবেশের বিপর্যয় এবং অপরাধচক্রের বিস্তারের ঝুঁকি বাড়ায় কঠোর হুঁশিয়ারি জারি করেছিল। সর্বশেষ এই অভিযানকে সেই সতর্কতার বাস্তবায়ন এবং মাদক উৎপাদন–বাণিজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।