পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে ভারত সমর্থিত ২৩ খারেজি সদস্য নিহত
![]()
নিউজ ডেস্ক
পাকিস্তানের কুর্রাম জেলায় দেশটির নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা “খারেজি” সন্ত্রাসী সংগঠনের মোট ২৩ সদস্য নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী–সমর্থিত গণমাধ্যম শাখা ইন্টার–সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, সন্ত্রাসবিরোধী জাতীয় নীতি “আজম-ই-ইস্তেহকাম”-এর অংশ হিসেবে ধারাবাহিকভাবে এসব অভিযান পরিচালিত হয়। প্রথম অভিযানে কুর্রাম এলাকার একটি সক্রিয় খারেজি সেলকে লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী অভিযানে গেলে তীব্র গোলাগুলির মুখোমুখি হয় এবং এতে ১২ জন সন্ত্রাসী নিহত হয়। পরে নতুন গোয়েন্দা তথ্যে ভিত্তিতে একই এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালানো হলে আরও ১১ জন খারেজি সদস্যকে হত্যা করা হয়।
আইএসপিআর দাবি করে, নিহত উভয় গ্রুপই ভারতীয় সমর্থনে পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিল। অবশিষ্ট খারেজি সদস্যদের আটকের লক্ষ্যে কুর্রাম এলাকায় এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত যে কোনো ধরনের সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত গোয়েন্দা-নির্ভর অভিযান সর্বোচ্চ গতিতে চলবে। “আজম-ই-ইস্তেহকাম” নীতি দেশটির ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত জাতীয় অ্যাকশন প্লানের অংশ হিসেবে কার্যকর হচ্ছে, যার লক্ষ্য রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে টিটিপির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানজুড়ে নিরাপত্তা বাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।