নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
মনোমুগ্ধকর শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২৫ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ আজ সোমবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।
পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ বর্ণাঢ্য কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং পরে কৃতিত্বপূর্ণ নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
৪১৭ জন নবীন নাবিক ২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করে আজ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়। জাতীয় পতাকা স্পর্শ করে তারা দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ গ্রহণ করে।

তাদের মধ্যে রিজান মোল্যা সর্বোচ্চ পেশাগত দক্ষতা ও সামগ্রিক উৎকর্ষ দেখিয়ে ‘নৌপ্রধান পদক’ অর্জন করে। দ্বিতীয় স্থান অধিকার করে মো. মারুফ হাসান মুন্না ‘কমখুল পদক’ এবং তৃতীয় স্থান অর্জনকারী মো. হাসান আলী ‘শের-ই-বাংলা পদক’ লাভ করে।
নবীন নাবিকদের উদ্দেশে ভাষণে নৌবাহিনী প্রধান প্রথমেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের আত্মত্যাগ স্মরণ করেন। পাশাপাশি তিনি সাম্প্রতিক জুলাই–আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী শহিদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। তিনি নবীন নাবিকদের সামনে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রা ও সমুদ্রকেন্দ্রিক উন্নয়ন সম্ভাবনার চিত্র তুলে ধরে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, নৌ-নিরাপত্তা, ব্লু-ইকোনমি ও দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বের বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জের পাশাপাশি দেশের সংকটময় মুহূর্তে জনগণের জানমাল রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর প্রতিটি সদস্যকে আধুনিক প্রযুক্তিনির্ভর এই ত্রিমাত্রিক নৌবাহিনীর উপযোগী দক্ষতা অর্জন করতে হবে। তিনি নবীন নাবিকদের প্রতি আহ্বান জানান—নিজেদের আরও শৃঙ্খলাবদ্ধ, যোগ্য ও পেশাদার করে দেশসেবায় আত্মনিয়োগ করার জন্য।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, জ্যেষ্ঠ সামরিক ও অসামরিক কর্মকর্তা, পটুয়াখালী–বরিশাল–খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি দ্রুত গতিতে এগিয়ে চলছে। নতুন নাবিকদের অন্তর্ভুক্তি এ অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।