বগুড়ায় সেনাবাহিনীর সাঁজোয়া কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
বগুড়া সেনানিবাসস্থ আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল (এসিসিএন্ডএস)-এ আজ বুধবার সাঁজোয়া কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসিসিএন্ডএস প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার এবং কমান্ড্যান্ট এসিসিএন্ডএস আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।

সম্মেলনে সাঁজোয়া কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন সেনাবাহিনী প্রধান। তিনি সাঁজোয়া কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং মাতৃভূমির সেবায় তাদের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে বলেন, আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধিই বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার মূল উপায়। এজন্য সাঁজোয়া কোরের সকল সদস্যকে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
জেনারেল ওয়াকার-উজ-জামান আশা প্রকাশ করেন, সাঁজোয়া কোরের প্রতিটি সদস্য ভবিষ্যতেও দেশ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পেশাগত উৎকর্ষতার মাধ্যমে সেনাবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করবে।

সম্মেলন শেষে সেনাবাহিনী প্রধান এসিসিএন্ডএস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং অংশগ্রহণকারী অধিনায়কগণের সঙ্গে আলোকচিত্রে অংশ নেন।
অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট; ডিজি এনএসআই; এডজুটেন্ট জেনারেল; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ; এসিসিএন্ডএস-এর কমান্ড্যান্ট; সাঁজোয়া কোরের সকল ব্রিগেড ও ইউনিটের অধিনায়কসহ গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাঁজোয়া কোরের এই বাৎসরিক সম্মেলন কোরের ভবিষ্যৎ পরিকল্পনা, সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।