মণিপুরে নিরাপত্তা বাহিনীর সাথে বাস্তুচ্যুত গ্রামবাসীদের সংঘর্ষ, টিয়ার গ্যাস ব্যবহার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের ইমফল ইস্ট জেলায় নিজ গ্রামে ফেরার চেষ্টা করায় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত শত শত মানুষকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। ঘটনাটি ঘটে আজ সোমবার।
স্থানীয় সূত্র ও কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ২০২৩ সালের জাতিগত সহিংসতার পর থেকে ইকৌ, দোলাইথাবি ও ইয়েংখুমান এলাকার একাধিক ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া এসব বাস্তুচ্যুত মানুষ সাঙ্গাই উৎসবকে ‘পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বার্তা’ হিসেবে ধরে নিয়ে নিজ গ্রামে ফেরার ঘোষণা দেন। সেখান থেকে তারা পুখাও ও দোলাইথাবি ড্যাম এলাকার পরিত্যক্ত বাড়িঘরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। পথে নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়।
প্রতিবাদকারীরা দাবি করেন, সরকার যখন রাজ্যে স্থিতিশীলতার বার্তা দিচ্ছে, তখন তাদেরও ঘরে ফেরার অনুমতি দেওয়া উচিত। বাস্তুচ্যুতদের একজন এস কুমারজিত মেইতৈ সাংবাদিকদের বলেন, “আমরা বেশিরভাগই কৃষক। আমাদের জীবিকা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমরা ঘরে ফিরতে চাই। আর কতদিন ত্রাণশিবিরে থাকব?”
নিরাপত্তা কর্মকর্তারা জানান, কুকি-অধ্যুষিত কাংপোকপি জেলার সীমান্তবর্তী এই অঞ্চলকে এখনও সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচনা করা হয়। বাধা অতিক্রমের চেষ্টা করলে উভয়পক্ষে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।
উল্লেখ্য, ইকৌ, দোলাইথাবি ও ইয়েংখুমান ছিল ২০২৩ সালের সংঘর্ষে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে। এখনো সেখানে নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি নিশ্চিত নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। প্রসঙ্গত, পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা না দেওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ফেরার ওপর বিধিনিষেধ বহাল থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।