মণিপুরের কাংপোকপি জেলায় গ্রামপ্রধান গ্রেপ্তার, ৪১ একর অবৈধ পপি ক্ষেত ধ্বংস

মণিপুরের কাংপোকপি জেলায় গ্রামপ্রধান গ্রেপ্তার, ৪১ একর অবৈধ পপি ক্ষেত ধ্বংস

মণিপুরের কাংপোকপি জেলায় গ্রামপ্রধান গ্রেপ্তার, ৪১ একর অবৈধ পপি ক্ষেত ধ্বংস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কাংপোকপি জেলায় পৃথক দুই অভিযানে এক গ্রামপ্রধানকে গ্রেপ্তার ও বিশাল পপি ক্ষেত ধ্বংস করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। কর্মকর্তারা ২৪ নভেম্বর এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২৩ নভেম্বর সাইকাল থানার অন্তর্গত বংমৌল গ্রামে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় গুনফাইবুং গ্রামের প্রধান লুংখোহাও কিপজেনকে (৪৩)। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯৮৬ গ্রাম আফিম এবং একটি মোবাইল ফোন। পুলিশ জানায়, স্থানীয় মাদক চক্রের নেটওয়ার্ক ভাঙতে এটি চলমান ধরপাকড়ের অংশ।

এর আগের দিন ২২ নভেম্বর, কাংপোকপি থানার অধীন কটলেন গ্রামের পার্বত্য এলাকায় নিরাপত্তা বাহিনী, বন বিভাগ ও নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে প্রায় ৪১ একর অবৈধ পপি ক্ষেত ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে ২৩টি অস্থায়ী ঘর, ৯ বস্তা সার, ১১ প্যাকেট আগাছানাশক, ৪ বস্তা লবণ এবং বিভিন্ন কৃষি সরঞ্জাম জব্দ করা হয়।

কর্তৃপক্ষ জানায়, এই দুই অভিযানে এলাকায় অবৈধ পোস্তচাষ ও আফিম উৎপাদন বড় ধরনের ধাক্কা খেয়েছে। প্রসঙ্গত, মণিপুরে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *