পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে হামলা, বহু হতাহতের শঙ্কা

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে হামলা, বহু হতাহতের শঙ্কা

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে হামলা, বহু হতাহতের শঙ্কা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির সদরদপ্তরে বন্দুকধারী ও আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এই হামলায় কমপক্ষে তিন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন, তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, আজ (২৪ নভেম্বর) সোমবার সদরদপ্তরের প্রবেশপথে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এরপর আরও কয়েকজন সশস্ত্র হামলাকারী ভেতরে প্রবেশের চেষ্টা করে। নিহত তিন নিরাপত্তা সদস্য দরজায় দায়িত্ব পালন করছিলেন এবং বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও সংঘর্ষে অন্তত তিন হামলাকারীও নিহত হয়।

এই হামলায় দুইজন আত্মঘাতী জড়িত ছিল। প্রথম হামলাকারী প্রধান ফটকে বিস্ফোরণ ঘটায় এবং দ্বিতীয় জন কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেন। এখনও সদরদপ্তরের ভেতরে সন্ত্রাসীরা লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান এক উচ্চপদস্থ কর্মকর্তা। সেনা ও পুলিশ যৌথভাবে এলাকা ঘেরাও করে অভিযান চালাচ্ছে।

সংবাদ মাধ্যম ডনের তথ্যমতে, হামলায় অন্তত ছয়জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের দ্রুত পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকল আহতের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *