জাতীয় দিবস প্যারেডে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশের গৌরবময় অংশগ্রহণ
![]()
নিউজ ডেস্ক
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট ব্যানএসএফসি-১০ দেশটির জাতীয় দিবস প্যারেডে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত এ প্যারেডে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৯ জন শান্তিরক্ষী সেনাসদস্য উচ্চমানের কুচকাওয়াজ প্রদর্শন করে বাংলাদেশ জাতীয় পতাকা বহন করেন। তাদের শৃঙ্খলাবদ্ধ ও চৌকস উপস্থাপনা অনুষ্ঠানে উপস্থিত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সহ বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘ দিন ধরে দেশটির নিরাপত্তা ও উন্নয়ন–অবকাঠামোসহ সামরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। উল্লেখযোগ্য অবদানের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে মধ্য আফ্রিকান সশস্ত্র বাহিনীর জন্য ৮,০০০ কমব্যাট ইউনিফর্ম সরবরাহ করেছে, যার মধ্যে ৩,০০০ ইউনিফর্ম জাতীয় দিবস প্যারেডে ব্যবহার করা হয়। আরও ১৭,০০০ ইউনিফর্ম পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্ট—ব্যানব্যাট-১১, ব্যানমেড-১/১১, ব্যানমেড-২/৩, ব্যানএসএফসি-১০ এবং ব্যানএলকিউআরএফ-৬—মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশন মিনুস্কায় দায়িত্ব পালন করছে। এসব কন্টিনজেন্ট আভিযানিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে সুদৃঢ় করছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্ব ও কর্মদক্ষতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।