সামরিক পরিকাঠামো ব্যবহার নিয়ে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন রাশিয়ার

সামরিক পরিকাঠামো ব্যবহার নিয়ে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন রাশিয়ার

সামরিক পরিকাঠামো ব্যবহার নিয়ে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন রাশিয়ার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুদিনের ভারত সফর শুরুর ঠিক আগে দুই দেশের সামরিক সহযোগিতায় বড় অগ্রগতি ঘটেছে। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ড্যুমা ভারত–রাশিয়ার পারস্পরিক লজিস্টিক সহায়তা চুক্তি—‘রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট (রেলোস)’—অনুমোদন দিয়েছে।

এই চুক্তির আওতায় এক দেশের সামরিক বাহিনী অপর দেশের ভূখণ্ডে গিয়ে সংশ্লিষ্ট সামরিক অবকাঠামো ও লজিস্টিক সুবিধা ব্যবহার করতে পারবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লি পৌঁছানোর কথা রয়েছে পুতিনের। সফরকালে সামরিক সহযোগিতা, বাণিজ্য এবং জ্বালানি–বিশেষত খনিজ তেল নিয়ে উচ্চপর্যায়ের আলোচনার সম্ভাবনা রয়েছে।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সফরকে সামনে রেখে বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা কতটা গভীর হবে তা নির্ভর করবে ভারত কতটা আগ্রহ ও উদ্যোগ দেখায় তার ওপর। এর কয়েকদিন আগে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন চুক্তিটি অনুমোদনের জন্য ড্যুমায় পাঠান। মঙ্গলবার তা পাস হওয়ায় দুই দেশের সামরিক অংশীদারিত্ব আরও দৃঢ় হওয়ার পথ সুগম হলো।

স্টেট ড্যুমার স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিন পার্লামেন্ট অধিবেশনের শুরুতে তার বক্তব্যে ভারত–রাশিয়া সম্পর্ককে ‘সার্বিক ও কৌশলগত’ আখ্যা দেন। তিনি বলেন, মস্কো দীর্ঘদিন ধরেই দিল্লির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে এবং রেলোস চুক্তি অনুমোদন তারই প্রতিফলন।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে চুক্তিটি সই হলেও আনুষ্ঠানিক কার্যকারিতা পেতে রাশিয়ার আইনসভার অনুমোদন প্রয়োজন ছিল। ড্যুমার অনুমোদনের মধ্য দিয়ে এবার সেটি বাস্তবায়নের পথে এগোলো, যা ভবিষ্যতে ভারত ও রাশিয়ার সামরিক সহযোগিতাকে আরও বিস্তৃত করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed