এক মাসে ১৬৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করল বিজিবি

এক মাসে ১৬৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করল বিজিবি

এক মাসে ১৬৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‎সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে গত এক মাসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১৬৮ কোটি টাকার বিপুল পণ্য, অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় বিপুল সংখ্যক দেশি-বিদেশি অস্ত্র, গুলি, মাইনসহ বেশ কয়েকটি ককটেল বোমা উদ্ধার করা হয়।

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিজিবির মিডিয়া কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

‎শরিফুল ইসলাম জানান, গত নভেম্বর মাসে বিজিবি মোট ২ কেজি ২৬৬.২২ গ্রাম স্বর্ণ, ১২১ গ্রাম রূপা, ১৭ হাজার ২৩৪টি শাড়ি, ২১ হাজার ৩৩৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২৭ হাজার ৪৫০টি তৈরি পোশাক, ৯ হাজার ৭৪০ মিটার থান কাপড়, ৩ লাখ ৪০ হাজার ৩৮০টি কসমেটিকস, ৬ হাজার ৫৬৪ পিস ইমিটেশন গহনা, ১০ লাখ ৯ হাজার ৪২১টি আতশবাজি ও ছয় হাজার ২১৬ ঘনফুট কাঠ জব্দ করে।

‎এছাড়াও, ১ হাজার ২৮৪ কেজি চা পাতা, ১১ হাজার ৪৭৯ কেজি সুপারি, ৬৬ হাজার ৫৪৬ কেজি কয়লা, ১২ হাজার ৮৯০ ঘনফুট পাথর, ৫৯৭ কেজি জাল-সুতা, ১৫ হাজার ১৭৮টি প্লাস্টিক/ইলেকট্রনিকস সামগ্রী, ৪৪৫টি মোবাইল ফোন, ১৫ হাজার ১৪৫টি মোবাইল ডিসপ্লে, ৭৩ হাজার ৫৬৪টি চশমা, ৩৭ হাজার ৬৯০ কেজি জিরা, ৪ হাজার ৯৭০ কেজি চিনি, ১ লাখ ৬৩ হাজার ৪৯০ কেজি পিয়াজ এবং ১ হাজার ৭৩১ কেজি রসুনসহ বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও কৃষি উপকরণ উদ্ধার করা হয়। পাশাপাশি, ৪৮৫ লিটার ডিজেল, ১ লাখ ৬৮ হাজার ২১টি চকোলেট, ৮১৯টি গরু/মহিষ, বিভিন্ন ধরনের মোট ১০৪টি যানবাহন এবং ১৭৯টি নৌকা জব্দ করা হয়েছে।

‎এসব মালামালের পাশাপাশি, ৪টি দেশীয় পিস্তল, ১টি হ্যান্ড গ্রেনেড, ২টি ম্যাগাজিন, ১৯ রাউন্ড গুলি, ২ কেজি ৩০০ গ্রাম গান পাউডার, ৩টি মাইন, ৬টি ককটেল এবং ৯টি অন্যান্য অস্ত্র জব্দ করা হয়েছে। এসব অস্ত্রের ছাড়াও, ২০ লাখ ৫৮ হাজার ৭৮৯ পিস ইয়াবা, ১৯৩ গ্রাম হেরোইন, ৩ হাজার ৭১৪ বোতল ফেনসিডিল, ৭ হজার ১৭৬ বোতল বিদেশী মদ, ২০৩ লিটার বাংলা মদ, ৬০৮ ক্যান বিয়ার, ১ হাজার ৫২৬ কেজি ৫০ গ্রাম গাঁজা, ১ লাখ ১৭ হাজার ৮৫১ প্যাকেট সিগারেট/বিড়ি, ৫০ হাজার ৫৮৫টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৩ হাজার ৪৬৩ বোতল ইস্কাফ সিরাপ, ৮ হাজার ১৫৬টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৫৬ হাজার ১২০টি মদ তৈরির বড়ি এবং ৭ লাখ ৬৭ হাজার ৯২৩ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ঔষধ।

‎অভিযানের সময় ১৫৯ জন চোরাচালানী এবং সীমান্ত অতিক্রমের দায়ে ১৩৭ জন বাংলাদেশী ও ২ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।

‎এ ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে আটক হওয়া ৪০৩ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *