রংপুরে বিজিবির অভিযানে ৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
![]()
নিউজ ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত নভেম্বর ২০২৫ মাসে রংপুর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮ জন আসামিসহ ৪ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর সেক্টরের সদর দফতরের অডিটরিয়াম হলে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান এ তথ্য জানান।
![]()
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার ও অপারেশন অফিসার (জিটু) মেজর তানিম হাসান খানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার জানায়, বিভিন্ন অভিযানে আটক মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেনসিডিল ৯৬৬ বোতল, বিদেশি মদ এক হাজার বোতল, ইয়াবা ৩ হাজার ৪৬৯ পিস, গাঁজা ২২৮ দশমিক ১৯ কেজি, ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় সিরাপ ২ হাজার ৫১ বোতল, ভারতীয় মেটাডক্সিন ট্যাবলেট ৮ হাজার ৫৯০ পিস, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ১৭ হাজার ৯৬৭ পিস এবং ভারতীয় নেশা জাতীয় ইঞ্জেকশন ৫ হাজার ৭৪৩ পিস।

মানব পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযানে একজন ভারতীয় নাগরিকসহ ৫ জন পুরুষ ৩ জন নারী ও ২ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধার কার্যক্রমে বিদেশি ৩টি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলিও ২ দশমিক ৩০ কেজি গান পাউডার জব্দ করা হয়।
চোরাচালান দমনে ভারতীয় প্রসাধনী সামগ্রী- ১০২৬০ পিস, বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ সামগ্রী- ৬৮৭৭টি, বিভিন্ন প্রকার ভারতীয় খাবার সামগ্রী-১৯০৩টি, বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি-৯১ পিস, ভারতীয় লেহেঙ্গা-২ পিস, ভারতীয় প্যান্টের কাপড়-৪ পিস, ভারতীয় কম্বল-৮২ পিস, ভারতীয় শাল চাদর-৯০ পিস, ভারতীয় জিরা-৬৯৪ কেজি, ভারতীয় ধান-৭৬০ কেজি, ভারতীয় চিনি-১৫৪ কেজি, ভারতীয় পেঁয়াজ- ১৭৭৫ কেজি, ভারতীয় আপেল- ১০১ কেজি, ট্রাক-১টি, ইজি বাইক-৩টি, ইঞ্জিন চালিত নৌকা-৬টি, মোটরসাইকেল- ২৫টি, ভারতীয় বাইসাইকেল-১৫টি এবং বিভিন্ন প্রকার মোবাইল ৬৬টি। একই সময়ে ১২৫ গরু ১৩টি মহিষ, ২টি আটক করা হয়।
![]()
তিনি জানান, রিজিয়নের সীমান্ত এলাকায় নতুন ৬টি ক্যাম্প স্থাপন এবং লালমনিরহাটে চতুরবাড়ী বিওপি উদ্বোধন হয়েছে, যা নজরদারি বৃদ্ধি করেছে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান দমন, মানব পাচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় আগামী দিনগুলোতেও অভিযান জোরদার করা হবে।
উল্লেখ্য, রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা রয়েছে ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কি. মি.। অত্র রিজিয়নের অধীনে ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।