বরকলের চাকমা বিবাহের অনুষ্ঠানে বিজিবির অংশগ্রহণে বাড়লো আস্থা ও সম্প্রীতি

বরকলের চাকমা বিবাহের অনুষ্ঠানে বিজিবির অংশগ্রহণে বাড়লো আস্থা ও সম্প্রীতি

বরকলের চাকমা বিবাহের অনুষ্ঠানে বিজিবির অংশগ্রহণে বাড়লো আস্থা ও সম্প্রীতি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় চাকমা সম্প্রদায়ের এক বিবাহ অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)।

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন অটুট রাখতে বিজিবির সামাজিক সম্পৃক্ততার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বরকল ব্যাটালিয়ন অধিনায়ক ও তার পরিবারবর্গ নোয়াপাড়া গ্রামের মনো রঞ্জন চাকমার মেয়ের বিবাহে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজিবি সদস্যরা নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক মূল্যবোধ, রীতিনীতি ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

এতে স্থানীয় মানুষের মাঝে বিজিবির প্রতি আস্থা আরো বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা জানান। পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও উন্মুক্ত সামাজিক যোগাযোগের ফলে জনসম্পৃক্ততা ও সম্প্রীতির পরিবেশও আরও সুদৃঢ় হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, উন্নয়নকাজে সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের পাশে থেকে তাদের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া অব্যাহত থাকবে।

ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, “শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জনগণ ও নিরাপত্তা বাহিনীর পারস্পরিক আস্থা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের অংশগ্রহণ সেই প্রচেষ্টারই অংশ।”

উল্লেখ্য, বরকল ও আশপাশের এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঙ্গে বিজিবির এমন ঘনিষ্ঠ সম্পৃক্ততা সাম্প্রতিক সময়ে সামাজিক শান্তি ও পারস্পরিক বিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *