বরকলের চাকমা বিবাহের অনুষ্ঠানে বিজিবির অংশগ্রহণে বাড়লো আস্থা ও সম্প্রীতি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় চাকমা সম্প্রদায়ের এক বিবাহ অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)।
শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন অটুট রাখতে বিজিবির সামাজিক সম্পৃক্ততার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বরকল ব্যাটালিয়ন অধিনায়ক ও তার পরিবারবর্গ নোয়াপাড়া গ্রামের মনো রঞ্জন চাকমার মেয়ের বিবাহে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজিবি সদস্যরা নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক মূল্যবোধ, রীতিনীতি ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
এতে স্থানীয় মানুষের মাঝে বিজিবির প্রতি আস্থা আরো বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা জানান। পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও উন্মুক্ত সামাজিক যোগাযোগের ফলে জনসম্পৃক্ততা ও সম্প্রীতির পরিবেশও আরও সুদৃঢ় হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, উন্নয়নকাজে সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের পাশে থেকে তাদের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া অব্যাহত থাকবে।
ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, “শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জনগণ ও নিরাপত্তা বাহিনীর পারস্পরিক আস্থা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের অংশগ্রহণ সেই প্রচেষ্টারই অংশ।”
উল্লেখ্য, বরকল ও আশপাশের এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঙ্গে বিজিবির এমন ঘনিষ্ঠ সম্পৃক্ততা সাম্প্রতিক সময়ে সামাজিক শান্তি ও পারস্পরিক বিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।