উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হল আলীকদম জোন আয়োজিত লুলাইং বাজার ফুটবল টুর্নামেন্ট ২০২৫
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য এলাকার ক্রীড়াপ্রেমী মানুষের উচ্ছ্বাস ও উৎসবমুখর উপস্থিতির মধ্য দিয়ে আলীকদম সেনা জোনের সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং দুলাইং এমওবির তত্ত্বাবধানে আয়োজিত লুলাইং বাজার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এক মাসব্যাপী এ টুর্নামেন্ট স্থানীয় খেলাধুলা, সৌহার্দ্য ও দলবদ্ধতার চর্চায় নতুন প্রাণ সঞ্চার করেছে।
গত ০২ নভেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় বিভিন্ন পাড়া ও গ্রাম থেকে মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনালে জমজমাট লড়াইয়ে জুলাইং বাজার সিনিয়র দল চ্যাম্পিয়ন এবং ছিয়াছড়া পাড়া জুনিয়র দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। পুরো মাঠজুড়ে খেলোয়াড়দের দক্ষতা, দর্শকদের উচ্ছ্বাস এবং শৃঙ্খলাবদ্ধ আয়োজন ছিল উল্লেখযোগ্য।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুলাইং ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহমেদ সাঈফ।
তিনি বিজয়ী ও রানারআপ দলের হাতে আলীকদম সেনা জোনের পক্ষ থেকে নগদ অর্থ, ফুটবল সামগ্রী ও অন্যান্য সম্মাননা তুলে দেন। এ ছাড়া সেরা গোলদাতা, সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
পুরো আয়োজনকে ঘিরে লুলাইং বাজার এলাকায় ছিল উৎসবের আমেজ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ১২০০ থেকে ১৫০০ দর্শকের উপস্থিতি টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত করে তোলে। শুরুর দিন থেকে সমাপ্তি পর্যন্ত মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করে দুলাইং এমওবি ও আলীকদম সেনা জোন।
উল্লেখ্য, শান্তি-সম্প্রীতি রক্ষা, সামাজিক উন্নয়ন, যুবসমাজকে ইতিবাচক চর্চায় উদ্বুদ্ধ করা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে আলীকদম সেনা জোন দীর্ঘদিন ধরে নিয়মিত ক্রীড়া উদ্যোগ পরিচালনা করে আসছে। ক্রীড়ার মাধ্যমে পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও সামাজিক ঐক্য জোরদারে ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার করেছে জোন কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।