আলীকদম সেনা জোন ও প্রশাসনের যৌথ আয়োজনে সচেতনতামূলক সম্মেলন অনুষ্ঠিত

আলীকদম সেনা জোন ও প্রশাসনের যৌথ আয়োজনে সচেতনতামূলক সম্মেলন অনুষ্ঠিত

আলীকদম সেনা জোন–প্রশাসনের যৌথ আয়োজনে সচেতনতামূলক সম্মেলন অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় সেনাবাহিনীর আলীকদম জোন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় আলীকদম উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সম্মেলনে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও টেকসই উন্নয়ন ইস্যুতে বিস্তারিত আলোচনা করা হয়।

আলীকদম সেনা জোন–প্রশাসনের যৌথ আয়োজনে সচেতনতামূলক সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণ, অবৈধভাবে পাহাড় কাটা ও বালি উত্তোলন বন্ধ, সংরক্ষিত মাতামুহুরী রিজার্ভ এলাকার জমি দখল ও বন উজাড় রোধ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যাটারি চালিত টমটমের দৌরাত্ম্য কমানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

আলোচনায় বক্তারা বলেন, আলীকদমের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়ন কার্যক্রম টেকসই করতে প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতা অপরিহার্য।

আলীকদম সেনা জোন–প্রশাসনের যৌথ আয়োজনে সচেতনতামূলক সম্মেলন অনুষ্ঠিত

সভায় সেনা জোন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে সামাজিক সচেতনতা বাড়ানো ও আইন মেনে চলার ওপর জোর দেওয়া হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর হাসান পলাশ, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম এবং আলীকদম থানার তদন্ত কর্মকর্তা আমজাত হোসেন।

আলীকদম সেনা জোন–প্রশাসনের যৌথ আয়োজনে সচেতনতামূলক সম্মেলন অনুষ্ঠিত

এছাড়া আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন, কুরুপপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপং ম্রোসহ স্থানীয় বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আলীকদমে আইনশৃঙ্খলা রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সেনা জোন ও উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed